Ajker Patrika

কিশোরগঞ্জে আরও ৬৭ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৬: ২০
কিশোরগঞ্জে আরও ৬৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ : সারাদেশের মত কিশোরগঞ্জেও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টেও সংক্রমণের ঊর্ধ্বগতির ধারাবাহিকতা দেখা গেছে।

রিপোর্টে জেলায় নতুন করে ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৫৫ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল দেওয়া হয়েছে।

আগের দিন বুধবার জেলায় বর্তমান আক্রান্তের মোট সংখ্যা ছিল ৪১৫ জন। ফলে বৃহস্পতিবার রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৪৫২ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৩ জন।

এ ছাড়া বাকি ১৪ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় দুইজন, পাকুন্দিয়া উপজেলায় তিনজন, কটিয়াদী উপজেলায় পাঁচজন, কুলিয়ারচর উপজেলায় দুইজন, নিকলী উপজেলায় একজন এবং বাজিতপুর ‍উপজেলায় একজন শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় বর্তমান মোট করোনা রোগী ৪৫২ জনের মধ্যে ৩৩৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায়। আগের দিন এ সংখ্যা ছিল ২৭৪ জন। এ ছাড়া জেলায় করোনায় মোট মৃত্যু ৮৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩২ জন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন যাদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন নয়জন রোগী ভর্তি হয়েছেন এবং চারজন ছাড়পত্র পেয়েছেন। এই সময় পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৪৫৪ জন শনাক্ত, ৪হাজার ৯১৫ জন সুস্থ এবং ৮৭ জন মারা গেছেন।

জেলায় বর্তমানে ৩২ জন হাসপাতাল ও ৪২০ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে। জেলার মিঠামইন ও অষ্টগ্রাম এ দুই হাওর উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।

মোট করোনা আক্রান্ত ৪৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৩৮ জন, হোসেনপুর উপজেলায় ছয়জন, করিমগঞ্জ উপজেলায় ১৩ জন, তাড়াইল উপজেলায় ১২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৫ জন, কটিয়াদী উপজেলায় ২১ জন, কুলিয়ারচর উপজেলায় ১১ জন, ভৈরব উপজেলায় ১০ জন, নিকলী উপজেলায় তিনজন, বাজিতপুর উপজেলায় ১০ জন এবং ইটনা উপজেলায় তিনজন রয়েছেন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এরপর ১৯ জুন থেকে সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৯৫৮ জন সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন এ ভ্যাকসিন নিয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ২৮৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত