পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে সব প্রার্থীর প্রচারে মুখরিত এলাকা। এ অবস্থায় ৫ নং বুরুদিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. নাজমুল হুদা রুবেল। তাঁর অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ প্রার্থী মো. মাহবুবুর রহমানের সমর্থকেরা মিছিল করে তালতলা বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুরসহ ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ করেছেন তিনি।
নাজমুল হুদা বলেন, ‘নির্বাচনে আমার কাছে হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ প্রার্থী এমন কাজ করেছেন। আমি ও আমার কর্মী-সমর্থকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক বিচার প্রত্যাশা করছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, স্বতন্ত্র প্রার্থী একটি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুরুদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। এলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ইউনিয়নে মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ২১ হাজার ২৯০ জন ভোটার আগামী ৩১ জানুয়ারি ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে সব প্রার্থীর প্রচারে মুখরিত এলাকা। এ অবস্থায় ৫ নং বুরুদিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. নাজমুল হুদা রুবেল। তাঁর অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ প্রার্থী মো. মাহবুবুর রহমানের সমর্থকেরা মিছিল করে তালতলা বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুরসহ ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ করেছেন তিনি।
নাজমুল হুদা বলেন, ‘নির্বাচনে আমার কাছে হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ প্রার্থী এমন কাজ করেছেন। আমি ও আমার কর্মী-সমর্থকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক বিচার প্রত্যাশা করছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, স্বতন্ত্র প্রার্থী একটি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুরুদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। এলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ইউনিয়নে মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ২১ হাজার ২৯০ জন ভোটার আগামী ৩১ জানুয়ারি ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
১ ঘণ্টা আগেপাঁচ বছর পর ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল প্রচারের শেষ দিন। এখন ভোট উৎসবের পালা। আগামীকাল ব্যালটের মাধ্যমে ডাকসু ও হল সংসদে পছন্দের প্রার্থী বাছাই করবেন ঢাবি শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে দুটি প্যানেল। এর মধ্যে ছাত্রদলসমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা’ পরিষদ গত শনিবার ৮ দফার ইশতেহার দিয়েছে। আর গতকাল রোববার ৯ দফার ইশতেহার দিয়েছে ইসলামী ছাত্রশিবিরসমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদলের লড়বেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে প্রার্থী হচ্ছেন নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এষা।
১ ঘণ্টা আগে