Ajker Patrika

চলন্ত ট্রেনে ঢিল ছোড়ায় সাংবাদিকের স্ত্রী আহত

প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩১
চলন্ত ট্রেনে ঢিল ছোড়ায় সাংবাদিকের স্ত্রী আহত

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ায় এক সাংবাদিকের স্ত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ভৈরবের কালিকা প্রাসাদে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, কুলিয়ারচর উপজেলার একটি জাতীয় পত্রিকার প্রতিনিধি মো. রফিক উদ্দিনের স্ত্রী মমতাজ মারোয়া (৫০) ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত ব্যক্তির পাথর নিক্ষেপের ফলে আহত হন। পরে তাঁকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। 

কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কুলিয়ারচর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ জিল্লুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। 

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ সব ঘটনার জন্য পদক্ষেপ নেওয়া আছে। এ আইন যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত