চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান।
রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত ঠান্ডা ও লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। যাকে ‘ক্র্যাক’ বলা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেল লাইনের ফাটলের ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার বেগে (ধীর গতি) ট্রেন চলাচল করছে।
এটা নাশকতার ঘটনা নয় জানিয়ে তিনি বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলছে। দ্রুতই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু করবে।’
সরেজমিনে দেখা যায়, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইলকে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ‘রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান।
রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত ঠান্ডা ও লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। যাকে ‘ক্র্যাক’ বলা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেল লাইনের ফাটলের ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার বেগে (ধীর গতি) ট্রেন চলাচল করছে।
এটা নাশকতার ঘটনা নয় জানিয়ে তিনি বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলছে। দ্রুতই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু করবে।’
সরেজমিনে দেখা যায়, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইলকে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ‘রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪১ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে