ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নে নৌকার সমর্থকদের অন্তত ৪০টি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই আসনে বিজয়ী ঈগল প্রতীকের সমর্থকেরা আজ সোমবার সকাল ৯টার দিকে বাসুদেবপুর, হীরাডাঙ্গা, চর হীরাডাঙ্গা, সুরাপাড়া ও বারইখালী গ্রামে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার পর গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে।
ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু ও সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার ভোট গ্রহণের পর শান্তিপূর্ণ পরিবেশ ছিল। হঠাৎ আজ সকাল ৯টার দিকে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের ৫০-৬০ জন অনুসারী সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে নৌকার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। সে সময় বাড়ির আসবাবও ভাঙচুর ও লুটপাট করা হয়। শহিদুল ইসলাম বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ারের সমর্থক।
নৌকার প্রার্থী তাহজীব আলম অনুসারী ও সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার সঙ্গে শহিদুল ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই নির্বাচনের পরদিন হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
বাসুদেবপুর গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘সকালে একবার এসে আমাদের দাবড়িয়ে গেছে। এরপর ৯টার দিকে এসে আমার ঘর ভাঙচুর করেছে। তিনটা গরু আর তিনটা ছাগল নিয়ে গেছে।’ এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।
সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এলাকায় ইব্রাহিম খলিলকে পাওয়া না গেলেও তাঁর বাবা ফজলুর রহমান শাহ বলেন, ‘হীরাডাঙ্গার ফিরোজ, মালেক বিশ্বাসসহ আরও অনেকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দেখিয়ে ভাঙচুর করে। যারা ভাঙচুর করেছে, তারা সবাই শহিদুল ইসলামের নেতৃত্বে চলে। সে নির্দেশ দিয়েই এ কাজ করেছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘সকালে আমার সমর্থক বাসুদেবপুর গ্রামের আতিয়ারকে মারধর করার পরই লোকজন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তাদের থামিয়ে চলে যাচ্ছি।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। পুলিশের টহল জোরদার রয়েছে। সবাইকে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু ও সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য নৌকা প্রতীকের তাহজীব আলম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট। এই আসনে মোট প্রার্থী ১১ জন।
ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নে নৌকার সমর্থকদের অন্তত ৪০টি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই আসনে বিজয়ী ঈগল প্রতীকের সমর্থকেরা আজ সোমবার সকাল ৯টার দিকে বাসুদেবপুর, হীরাডাঙ্গা, চর হীরাডাঙ্গা, সুরাপাড়া ও বারইখালী গ্রামে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার পর গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে।
ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু ও সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার ভোট গ্রহণের পর শান্তিপূর্ণ পরিবেশ ছিল। হঠাৎ আজ সকাল ৯টার দিকে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের ৫০-৬০ জন অনুসারী সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে নৌকার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। সে সময় বাড়ির আসবাবও ভাঙচুর ও লুটপাট করা হয়। শহিদুল ইসলাম বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ারের সমর্থক।
নৌকার প্রার্থী তাহজীব আলম অনুসারী ও সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার সঙ্গে শহিদুল ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই নির্বাচনের পরদিন হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
বাসুদেবপুর গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘সকালে একবার এসে আমাদের দাবড়িয়ে গেছে। এরপর ৯টার দিকে এসে আমার ঘর ভাঙচুর করেছে। তিনটা গরু আর তিনটা ছাগল নিয়ে গেছে।’ এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।
সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এলাকায় ইব্রাহিম খলিলকে পাওয়া না গেলেও তাঁর বাবা ফজলুর রহমান শাহ বলেন, ‘হীরাডাঙ্গার ফিরোজ, মালেক বিশ্বাসসহ আরও অনেকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দেখিয়ে ভাঙচুর করে। যারা ভাঙচুর করেছে, তারা সবাই শহিদুল ইসলামের নেতৃত্বে চলে। সে নির্দেশ দিয়েই এ কাজ করেছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘সকালে আমার সমর্থক বাসুদেবপুর গ্রামের আতিয়ারকে মারধর করার পরই লোকজন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তাদের থামিয়ে চলে যাচ্ছি।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। পুলিশের টহল জোরদার রয়েছে। সবাইকে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু ও সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য নৌকা প্রতীকের তাহজীব আলম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট। এই আসনে মোট প্রার্থী ১১ জন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে