Ajker Patrika

খুলনায় পৃথক মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে মঞ্জু অনুসারীরা

খুলনা প্রতিনিধি
পৃথক মিছিল নিয়ে খুলনায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা
পৃথক মিছিল নিয়ে খুলনায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা

পৃথক মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। আজ শনিবার (১৭ মে) বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউস মোড় থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মিছিল শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তাঁর সঙ্গে খুলনা মহানগর বিএনপির আগের কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সার্কিট হাউস মাঠে চলছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা সমাবেশ। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে কয়েক দিন ধরে কেন্দ্রীয় নেতারা খুলনায় এসে নানান দিকনির্দেশনা দিলেও কোথাও দেখা যায়নি মঞ্জু অনুসারীদের।

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীকালে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি থেকে মঞ্জু অনুসারীদের বাদ দেওয়া হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপির সব নেতাই এখন রকিবুল ইসলাম বকুলের অনুসারী। খুলনার বিএনপির রাজনীতিতে কোণঠাসা মঞ্জু অনুসারীরা। তারপরও কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জু ও তাঁর অনুসারীদের সরব উপস্থিতি দেখা যায়।

এ ব্যাপারে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি করি। কে আমাদের ডেকেছে, কে ডাকেনি—এ জন্য আমরা কখনো থেমে থাকিনি। কোনো পদে না থাকলেও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত