Ajker Patrika

রামপালে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
রামপালে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের রামপালে মোবাইল ফোনের টাওয়ার থেকে পড়ে মো. তরুণ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভাগা এলাকায় এই ঘটনা ঘটে। 

শ্রমিকের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম। 

নিহত তরুণ হোসেনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামে। তিনি ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রামপালের ভাগা এলাকায় আজ বিকেলে একটি বেসরকারি কোম্পানির মোবাইল ফোনের নেটওয়ার্কিং টাওয়ারে কাজ করতে উঠেন তরুণ হোসেন। এ সময় তিনি পা পিছলে পড়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহরিমা খাতুন বলেন, ‘মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তরুণ হোসেনের মৃত্যু হয়েছে।’ 

ওসি এস এম আশরাফুল আলম বলেন, ‘থানা-পুলিশের উপপরিদর্শক মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপস্থিত হন। এ সময় সেখানে তিনি মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত