যশোর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনে নৌকার প্রতীকের প্রার্থী ও স্থানীয় সরকার পল্লি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছান আলীর বিরুদ্ধে। এই আসনে ওই ভূমি কর্মকর্তা প্রতিমন্ত্রীর নির্দেশমতো কাজ করছেন বলে অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। এই সঙ্গে প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় তার কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ।
স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ আসনের টানা দুইবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জানান, নির্বাচনী প্রচারণা জমে উঠতে না উঠতে প্রতিদিনই যশোর-৫ আসন (মণিরামপুর) বিভিন্ন স্থানে শুরু হয়েছে একের পর এক হামলার ঘটনা। নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এ হামলা করছেন। গত চার দিনে ছয়টি ঘটনায় ইয়াকুব আলীর অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সর্বশেষ বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। হামলার সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আহত হয়েছেন ৮ জন।
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী দাবি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। একপর্যায়ে গাড়িবহর কাশিমপুর এলাকায় পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা ৬টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও আমার গাড়ি ভাঙচুর করে। এর আগে উপজেলার মদনপুর, রোহিতা, কুয়াদা এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ও তাঁর ভাগনে যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।’
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আওয়ামী লীগ নেতা জিএম মজিদসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে বিভিন্ন সমাবেশে নৌকার কর্মীরা হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন চরমপন্থীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা সবাই নৌকার প্রতীকের পক্ষে কাজ করছেন।’
ইয়াকুব আলী বলেন, ‘প্রতিটি জায়গায় হামলার শিকার হলে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী উপস্থিত হচ্ছেন। সেখানে গিয়ে নৌকার সমার্থকদের জরিমানা না করে উল্টো যারা মার খাচ্ছে তাদেরকেই জরিমানা করছেন। ইতিমধ্যে তিনি আমার একাধিক নেতা-কর্মীকে জরিমানা করেছেন, এবং সেগুলো উদ্দেশ্যমূলক।’
নির্বাচনের জন্য সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী দায়িত্বে থাকলে এখানে সুষ্ঠু ভোট হবে না বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। একই সঙ্গে তিনি এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর বৃদ্ধির করার আহ্বান জানানো হয়।
এ দিকে অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মনগড়া। যারা আচরণ বিধি লঙ্ঘন করছে, তাদেরকেই জরিমানা করা হয়েছে। সেটা কোন দল, সেটা বিবেচ্য বিষয় না। তার অভিযোগ মিথ্যা।’
এই বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ। আমার বিরুদ্ধে ৫-৬টি বিভিন্ন অভিযোগ দিয়েছে।’
নির্বাচনে ছোট খাটো বিষয় নিয়ে কর্মীদের ঝামেলা হয় দাবি করে তিনি আরও বলেন, ‘আমার স্বতন্ত্র প্রার্থী অরাজনৈতিক লোক। আর আমি সুপ্রতিষ্ঠিত দল ঐতিহ্যবাহী দলের প্রার্থী। আমার কোনো বাহিনী নেই যে তার কর্মীদের মারধর ভাঙচুর করবে। ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের মোবাইল ফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেনি।
তবে সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এসিল্যান্ডের বিরুদ্ধে বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী মৌখিকভাবে নির্বাচন কমিশনে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে ওই প্রার্থীসহ জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বসার কথা রয়েছে।’
প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ছাড়াও প্রার্থী হয়েছেন তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ও জাতীয় পার্টির এমএ হালিম।
যশোর-৫ (মণিরামপুর) আসনে নৌকার প্রতীকের প্রার্থী ও স্থানীয় সরকার পল্লি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছান আলীর বিরুদ্ধে। এই আসনে ওই ভূমি কর্মকর্তা প্রতিমন্ত্রীর নির্দেশমতো কাজ করছেন বলে অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। এই সঙ্গে প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় তার কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ।
স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ আসনের টানা দুইবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জানান, নির্বাচনী প্রচারণা জমে উঠতে না উঠতে প্রতিদিনই যশোর-৫ আসন (মণিরামপুর) বিভিন্ন স্থানে শুরু হয়েছে একের পর এক হামলার ঘটনা। নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এ হামলা করছেন। গত চার দিনে ছয়টি ঘটনায় ইয়াকুব আলীর অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সর্বশেষ বুধবার রাতে উপজেলার কাশিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। হামলার সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আহত হয়েছেন ৮ জন।
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী দাবি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। একপর্যায়ে গাড়িবহর কাশিমপুর এলাকায় পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা ৬টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও আমার গাড়ি ভাঙচুর করে। এর আগে উপজেলার মদনপুর, রোহিতা, কুয়াদা এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ও তাঁর ভাগনে যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।’
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আওয়ামী লীগ নেতা জিএম মজিদসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে বিভিন্ন সমাবেশে নৌকার কর্মীরা হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন চরমপন্থীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা সবাই নৌকার প্রতীকের পক্ষে কাজ করছেন।’
ইয়াকুব আলী বলেন, ‘প্রতিটি জায়গায় হামলার শিকার হলে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী উপস্থিত হচ্ছেন। সেখানে গিয়ে নৌকার সমার্থকদের জরিমানা না করে উল্টো যারা মার খাচ্ছে তাদেরকেই জরিমানা করছেন। ইতিমধ্যে তিনি আমার একাধিক নেতা-কর্মীকে জরিমানা করেছেন, এবং সেগুলো উদ্দেশ্যমূলক।’
নির্বাচনের জন্য সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী দায়িত্বে থাকলে এখানে সুষ্ঠু ভোট হবে না বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। একই সঙ্গে তিনি এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর বৃদ্ধির করার আহ্বান জানানো হয়।
এ দিকে অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাসান আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মনগড়া। যারা আচরণ বিধি লঙ্ঘন করছে, তাদেরকেই জরিমানা করা হয়েছে। সেটা কোন দল, সেটা বিবেচ্য বিষয় না। তার অভিযোগ মিথ্যা।’
এই বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগ। আমার বিরুদ্ধে ৫-৬টি বিভিন্ন অভিযোগ দিয়েছে।’
নির্বাচনে ছোট খাটো বিষয় নিয়ে কর্মীদের ঝামেলা হয় দাবি করে তিনি আরও বলেন, ‘আমার স্বতন্ত্র প্রার্থী অরাজনৈতিক লোক। আর আমি সুপ্রতিষ্ঠিত দল ঐতিহ্যবাহী দলের প্রার্থী। আমার কোনো বাহিনী নেই যে তার কর্মীদের মারধর ভাঙচুর করবে। ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের মোবাইল ফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেনি।
তবে সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এসিল্যান্ডের বিরুদ্ধে বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী মৌখিকভাবে নির্বাচন কমিশনে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে ওই প্রার্থীসহ জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বসার কথা রয়েছে।’
প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ছাড়াও প্রার্থী হয়েছেন তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ও জাতীয় পার্টির এমএ হালিম।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৪ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগে