মিজানুর রহমান নয়ন
কুমারখালী (কুষ্টিয়া): পরকীয়া বা কথিত বিয়ের সম্পর্কের জেরে কুষ্টিয়ায় ট্রিপল মার্ডারের ঘটনা এখন আলোচনার শীর্ষে। গতকাল রোববার সকাল ১১টায় জেলার কাস্টম মোড় এলাকায় প্রকাশ্যে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) সৌমেন রায় গুলি করে তাঁর কথিত স্ত্রী আসমা, আসমার ছেলে রবিন ও পরকীয়া প্রেমিক শাকিলকে খুন করেন।
স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ ও অবরোধ করে পুলিশের হাতে তুলে দেন এএসআই সৌমেনকে।
নিহত আসমা কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে, রবিন আসমার ছেলে এবং শাকিল একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়ার মিজবারের ছেলে।
বাগুলাট ইউনিয়ন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমির আলীর মেয়ে আসমার প্রায় ১০ বছর আগে ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের ওয়াজ আলীর ছেলে সুজনের সঙ্গে প্রথম বিয়ে হয়। সেখানে তাঁর এক কন্যাসন্তান আছে।
এরপর প্রথম বিয়ের পাঁচ থেকে ছয় বছর পরে একই এলাকার সাখাউদ্দিনের শ্যালক রুবেলের সঙ্গে পরকীয়া গড়ে ওঠে। রুবেল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সরোয়ারের ছেলে। পরকীয়ার জেরে প্রথম স্বামীকে তালাক দিয়ে রুবেলকে বিয়ে করেন আসমা। সেখানেও তিনি এক ছেলেসন্তানের জন্ম দেন। ছেলের নাম রবিন। কিন্তু এখানে বনিবনা না হওয়ায় রুবেলকে তালাক দেন আসমা।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সৌমেন রায় উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে ২০১৬ সালের ১৩ মে কুমারখালী থানায় যোগদান করেন। এরপর কোনো এক ঘটনার তদন্তে আসমার বাড়িতে যান সৌমেন রায়। সেখান থেকেই তাঁদের পরিচয় এবং একপর্যায়ে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সৌমেন রায়ের সঙ্গে বিয়ের ব্যাপারটি স্থানীয়দের কাছে স্পষ্ট না হলেও তাঁদের চলাফেরা ও যোগাযোগের বিষয়টি জানতেন তাঁরা।
বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বক্কর বলেন, প্রায় ১০ বছর আগে আসমার সঙ্গে ভড়ুয়াপাড়া গ্রামের সুজনের বিয়ে হয়। সেখানে এক মেয়ে আছে তাঁর। এরপর সুজনকে তালাক দিয়ে পরকীয়ায় জড়িয়ে রুবেলকে বিয়ে করেন তিনি। সেখানেও এক ছেলেসন্তানের জন্ম দেন আসমা। সেই ছেলেই আজকের নিহত রবিন।
আকরাম হোসেন বক্কর আরও বলেন, এএসআই সৌমেনের সঙ্গে বিয়ে হয়েছে কি না, তা জানা নেই। তবে তাঁর সঙ্গে গভীর সম্পর্কের কথা অনেকেই জানেন।
জানা যায়, সৌমেন রায়ের পাশাপাশি শাকিলের সঙ্গেও পরকীয়া গড়ে ওঠে আছমার। শাকিল উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়ার মিজবারের ছেলে। শাকিল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও বিকাশের এসআর।
এ বিষয়ে শাকিলের মা বলেন, ‘প্রায় দুই মাস আগে এক পুলিশ অফিসার অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে। এসে বলে শাকিল তাঁর বউয়ের সঙ্গে মোবাইলে কথা বলে। যদি কথা বলা বন্ধ না করে তাহলে খবর আছে। আমার ছেলে মোবাইল ফোনে কথা বলত একটি মেয়ের সঙ্গে। কিন্তু কার সঙ্গে, তা জানা নেই।’
আসমার মা হাসিনা খাতুন বলেন, রোববার সকালে সৌমেন স্ত্রী-সন্তানকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে এ হত্যাকাণ্ডের কথা জানতে পারেন তাঁরা। শাকিল বিষয়ে তিনি বলেন, তাঁর মেয়ের সঙ্গে শাকিল ফোনে কথা বলতেন।
নিহত আসমার ভাই হাসান জানান, তাঁর বোনের আগে দুটি বিয়ে হয়েছিল। ভাগনে রবিন বোনের দ্বিতীয় স্বামীর সন্তান। পাঁচ বছর আগে এএসআই সৌমেনের সঙ্গে বোনের বিয়ে হয়।
নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এএসআই সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় কর্মরত। পুলিশের ধারণা, এএসআই সৌমেনকে দেওয়া পিস্তল দিয়ে তিনি হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছেন। ওই পিস্তল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
কুমারখালী (কুষ্টিয়া): পরকীয়া বা কথিত বিয়ের সম্পর্কের জেরে কুষ্টিয়ায় ট্রিপল মার্ডারের ঘটনা এখন আলোচনার শীর্ষে। গতকাল রোববার সকাল ১১টায় জেলার কাস্টম মোড় এলাকায় প্রকাশ্যে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) সৌমেন রায় গুলি করে তাঁর কথিত স্ত্রী আসমা, আসমার ছেলে রবিন ও পরকীয়া প্রেমিক শাকিলকে খুন করেন।
স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ ও অবরোধ করে পুলিশের হাতে তুলে দেন এএসআই সৌমেনকে।
নিহত আসমা কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে, রবিন আসমার ছেলে এবং শাকিল একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়ার মিজবারের ছেলে।
বাগুলাট ইউনিয়ন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমির আলীর মেয়ে আসমার প্রায় ১০ বছর আগে ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের ওয়াজ আলীর ছেলে সুজনের সঙ্গে প্রথম বিয়ে হয়। সেখানে তাঁর এক কন্যাসন্তান আছে।
এরপর প্রথম বিয়ের পাঁচ থেকে ছয় বছর পরে একই এলাকার সাখাউদ্দিনের শ্যালক রুবেলের সঙ্গে পরকীয়া গড়ে ওঠে। রুবেল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সরোয়ারের ছেলে। পরকীয়ার জেরে প্রথম স্বামীকে তালাক দিয়ে রুবেলকে বিয়ে করেন আসমা। সেখানেও তিনি এক ছেলেসন্তানের জন্ম দেন। ছেলের নাম রবিন। কিন্তু এখানে বনিবনা না হওয়ায় রুবেলকে তালাক দেন আসমা।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সৌমেন রায় উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে ২০১৬ সালের ১৩ মে কুমারখালী থানায় যোগদান করেন। এরপর কোনো এক ঘটনার তদন্তে আসমার বাড়িতে যান সৌমেন রায়। সেখান থেকেই তাঁদের পরিচয় এবং একপর্যায়ে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সৌমেন রায়ের সঙ্গে বিয়ের ব্যাপারটি স্থানীয়দের কাছে স্পষ্ট না হলেও তাঁদের চলাফেরা ও যোগাযোগের বিষয়টি জানতেন তাঁরা।
বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বক্কর বলেন, প্রায় ১০ বছর আগে আসমার সঙ্গে ভড়ুয়াপাড়া গ্রামের সুজনের বিয়ে হয়। সেখানে এক মেয়ে আছে তাঁর। এরপর সুজনকে তালাক দিয়ে পরকীয়ায় জড়িয়ে রুবেলকে বিয়ে করেন তিনি। সেখানেও এক ছেলেসন্তানের জন্ম দেন আসমা। সেই ছেলেই আজকের নিহত রবিন।
আকরাম হোসেন বক্কর আরও বলেন, এএসআই সৌমেনের সঙ্গে বিয়ে হয়েছে কি না, তা জানা নেই। তবে তাঁর সঙ্গে গভীর সম্পর্কের কথা অনেকেই জানেন।
জানা যায়, সৌমেন রায়ের পাশাপাশি শাকিলের সঙ্গেও পরকীয়া গড়ে ওঠে আছমার। শাকিল উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগরপাড়ার মিজবারের ছেলে। শাকিল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও বিকাশের এসআর।
এ বিষয়ে শাকিলের মা বলেন, ‘প্রায় দুই মাস আগে এক পুলিশ অফিসার অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে। এসে বলে শাকিল তাঁর বউয়ের সঙ্গে মোবাইলে কথা বলে। যদি কথা বলা বন্ধ না করে তাহলে খবর আছে। আমার ছেলে মোবাইল ফোনে কথা বলত একটি মেয়ের সঙ্গে। কিন্তু কার সঙ্গে, তা জানা নেই।’
আসমার মা হাসিনা খাতুন বলেন, রোববার সকালে সৌমেন স্ত্রী-সন্তানকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে এ হত্যাকাণ্ডের কথা জানতে পারেন তাঁরা। শাকিল বিষয়ে তিনি বলেন, তাঁর মেয়ের সঙ্গে শাকিল ফোনে কথা বলতেন।
নিহত আসমার ভাই হাসান জানান, তাঁর বোনের আগে দুটি বিয়ে হয়েছিল। ভাগনে রবিন বোনের দ্বিতীয় স্বামীর সন্তান। পাঁচ বছর আগে এএসআই সৌমেনের সঙ্গে বোনের বিয়ে হয়।
নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এএসআই সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় কর্মরত। পুলিশের ধারণা, এএসআই সৌমেনকে দেওয়া পিস্তল দিয়ে তিনি হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছেন। ওই পিস্তল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে