Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ভর্তি-ইচ্ছুক ৯৭ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন রেকর্ড ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ৩১৯টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ১৭৯টি। ‘বি’ ইউনিটে অর্থাৎ জীববিজ্ঞান স্কুলে ২৮১টি আসনের বিপরীতে ২৭ হাজার ৯১৯টি।

‘সি’ ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুলে ৪১৫টি আসনের মোট আবেদন করেছে ৩৪ হাজার ৪৩৯ জন। এ ছাড়া ‘ডি’ ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে ৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ১৪৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

এর আগে গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন চলে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। এ বছর গুচ্ছ থেকে বের হয়ে খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল (সি, ডি ইউনিট) ও ১৮ এপ্রিল (এ ও বি ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত