কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে