কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৬ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে