Ajker Patrika

খুবির পরিবহন পুলে যুক্ত হলো ৫২ সিটের নতুন বাস

খুবি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৮: ৪৭
খুবির পরিবহন পুলে যুক্ত হলো ৫২ সিটের নতুন বাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত করা হয়েছে ৫২ সিটের নতুন একটি বাস। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বড় বাসের সংখ্যা ১৩টিসহ মোট গাড়ির সংখ্যা ৩৭টি। 

আজ রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ফিতা কেটে নতুন এই বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘বর্তমান উপাচার্যের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ৫২ সিটের নতুন বাসটি ক্রয় করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা অনেকটা লাঘব হবে।’ 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত