মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অপরাজিত মিলনায়তনে আসা পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।
জানা যায়, প্রথম দিনে মোল্লাহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হচ্ছে এই টিকা। একই সঙ্গে মোল্লাহাট কে আর কলেজের ৬০৯ জন, জাতির জনক মহিলা কলেজের ৫৩ জন, লায়লা আজাদ কলেজের ১৬৮ জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৬৭ জন, নতুন ঘোষগাতী আলিম মাদ্রাসার ৩৬ জন, কে আর কলেজ কারিগরির ১৬২ জন, লুৎফুর রহমান টেকনিক্যাল কলেজের ২৭৪ জন, নুর জাহান মহিলা বিএম কলেজের ৯৫ জন, সিএস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের ২৯৫ জন শিক্ষার্থীকে পরীক্ষা শুরু আগেই দেওয়া হবে ফাইজার টিকার প্রথম ডোজ।
মোল্লাহাট কে আর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাফিজুর আলম বলেন, `পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পারব ভাবতে পারিনি। টিকা নেওয়ার পর আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি টিকা গ্রহণ করেছি এবং অন্য শিক্ষার্থীদেরও টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।'
মোল্লাহাট সরকারি জাতির জনক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুনজিলা খানম বলেন, পরীক্ষা শুরুর আগে টিকা নিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবেন।
টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অপরাজিত মিলনায়তনে আসা পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।
জানা যায়, প্রথম দিনে মোল্লাহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হচ্ছে এই টিকা। একই সঙ্গে মোল্লাহাট কে আর কলেজের ৬০৯ জন, জাতির জনক মহিলা কলেজের ৫৩ জন, লায়লা আজাদ কলেজের ১৬৮ জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৬৭ জন, নতুন ঘোষগাতী আলিম মাদ্রাসার ৩৬ জন, কে আর কলেজ কারিগরির ১৬২ জন, লুৎফুর রহমান টেকনিক্যাল কলেজের ২৭৪ জন, নুর জাহান মহিলা বিএম কলেজের ৯৫ জন, সিএস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের ২৯৫ জন শিক্ষার্থীকে পরীক্ষা শুরু আগেই দেওয়া হবে ফাইজার টিকার প্রথম ডোজ।
মোল্লাহাট কে আর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাফিজুর আলম বলেন, `পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পারব ভাবতে পারিনি। টিকা নেওয়ার পর আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি টিকা গ্রহণ করেছি এবং অন্য শিক্ষার্থীদেরও টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।'
মোল্লাহাট সরকারি জাতির জনক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুনজিলা খানম বলেন, পরীক্ষা শুরুর আগে টিকা নিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবেন।
টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৭ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২২ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৬ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩২ মিনিট আগে