Ajker Patrika

খুলনা বিভাগে করোনায় নতুন মৃত্যু ২৭ 

প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে করোনায় নতুন মৃত্যু ২৭ 

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় ২৭ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৬০৯ জন। 

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ও ঝিনাইদহে ২ জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৫০২ জনের। মারা গেছেন ৬৯৩ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫৪ জন। 

বাগেরহাটে নতুন শনাক্ত ২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৩২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯৫ জন। 

সাতক্ষীরায় নতুন করে করোনা শনাক্ত ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৬৩ জনের এবং মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১০৯ জন। 

 ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ২২৪ জন। মোট মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৯৩ জন। 

নড়াইলে নতুন শনাক্ত ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫২৮ জনের। মোট মারা গেছেন ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। 

মাগুরায় নতুন শনাক্ত ৩৮ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জনের। মোট মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৮ জন। 

ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জনের। মোট মারা গেছেন ২৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৫৮ জন। 

কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫৮৬ জনের। মোট মারা গেছেন ৬৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৮ জন। 

চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪২৯ জনের। মোট মারা গেছেন ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯০৯ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত