Ajker Patrika

খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যার পর ঝুলিয়ে রাখা হলো লাঠিতে

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৮: ৫৭
খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যার পর ঝুলিয়ে রাখা হলো লাঠিতে

ঝিনাইদহে কীটনাশক প্রয়োগ করে অর্ধশতাধিক পাখি হত্যার ঘটনা ঘটেছে। বাকড়ি গ্রামের কৃষক মো. মুন্নু গেল কয়েক দিনে এ ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর পর ওই পাখিগুলো তিনি লাঠির সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সদরের আলিয়ার বাকড়ি গ্রামের মাঠে গমখেতে এমন দৃশ্য দেখা যায়।
 
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন আগে নিজের ১৮ কাঠা জমিতে গমের বীজ বপন করেন স্থানীয় কৃষক মো. মুন্নু। এরপর সেখানে শালিক, ঘুঘুসহ অন্যান্য পাখি বসে অনেক বীজ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে দুই দিন পর ওই কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক মেশানো গম খেয়ে একের পর এক পাখি মারা যেতে থাকে। এরপর মৃত পাখিগুলো রশি দিয়ে লাঠিতে বেঁধে এক সপ্তাহ ধরে খেতেই ঝুলিয়ে রাখেন তিনি। অনেক পাখি এরই মধ্যে পচে গেছে, কোনোটি শেয়ালে নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গমের সঙ্গে কীটনাশক প্রয়োগের ফলে সেই গম খেয়ে পাখিগুলো মারা গেছে। কিছু পাখি পচে গেছে, কিছুতে পচা গন্ধ বের হচ্ছে, আবার অনেক পাখি কাক-শেয়ালে নিয়ে গেছে। আসলে পাখিগুলো এভাবে মেরে ঝুলিয়ে রাখা অমানবিক ঘটনা।

এদিকে কৃষক মো. মুন্নু বলেন, ‘খেতের গমবীজ ছিটানোর পর পাখিগুলো বসে তা খেয়ে ফেলছিল। তাই বীজ রক্ষার জন্যই কীটনাশক দেওয়া হয়েছিল। আর সেগুলো খেয়ে পাখি মরেছে। তবে অন্য পাখি যেন খেতে আর না বসে, এ জন্য মৃত পাখিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো এ কাজ করা ঠিক হয়নি।’ এ সময় তিনি ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ না করার জন্যও ভীতি প্রদর্শন করেন।

ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘পাখি হত্যা করা অপরাধ। আমি একটি ট্রেনিংয়ের কাজে যশোরে এসেছি। এ বিষয়ে পড়ে আপনার সঙ্গে কথা বলব।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফসলের খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যা অবশ্যই অপরাধ। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হতে পারে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত