Ajker Patrika

মাগুরায় বাসের চাপায় নারীসহ নিহত ২ 

মাগুরা প্রতিনিধি
মাগুরায় বাসের চাপায় নারীসহ নিহত ২ 

মাগুরায় বাসচাপায় নারীসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মাগুরা সদর হাসপাতালের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতেরা হলেন—মাগুরা সদরের আঠারখাদা গ্রামের মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪৮) ও শহরের ভায়না এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৭০)। আনোয়ার হোসেন শহরে স্ক্রিন প্রিন্টের ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শী অ্যাম্বুলেন্স চালক রাজু হোসেস বলেন, দুপুর দেড়টার দিকে গোল্ডেন লাইন নামের একটি বাস মাগুরা ভায়না মোড়ে যাচ্ছিল। এ সময় মাগুরা সদর হাসপাতালে বিপরীত থেকে আসা মোটরসাইকেল সামনে এলে বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। নিয়ন্ত্রণহীন বাসটি সড়কে বামে ঢুকে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে চাপা দেয়। এ সময় বৃদ্ধাও ঘটনাস্থলে মারা যান। অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। 

নিহত আনোয়ার হোসেনের বড় ভাই আমিরুল ইসলাম বলেন, আনোয়ার হাসপাতাল থেকে এক স্বজনকে দেখে বাড়ি ফিরছিল। 

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন উর রশিদ জানান, দুজনই হাসপাতালে আসার আগে মারা গেছেন। তাঁদের মরদেহ অস্থায়ী লাশ ঘরে আছে। 

মাগুরা হাইওয়ের পুলিশ সহকারী পরিদর্শক মিজান হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে আটক করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত