কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ইঁদুর মারার জন্য ধানখেতে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. সোহান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের কৃষক আনিসুর রহমানের ধানখেতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক নিহত হয়েছেন।
নিহত সোহান ওই গ্রামের ফজলু শেখের ছেলে এবং কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত কৃষক মাসুদ আলী (৩৫) একই গ্রামের হায়াত আলীর ছেলে। তাঁরা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য তাঁর নিজ ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তার দিয়ে রেখেছিল। গতকাল সন্ধ্যায় ওই জমির আইল দিয়ে কৃষক মাসুদ আলী তাঁর জমিতে সার ছিটাতে যান। অন্যদিকে, ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিলেন কলেজছাত্র সোহান। এ সময় বিদ্যুতায়িত হন কৃষক মাসুদ। তাঁকে দেখে সোহান বাঁচাতে যান এবং তিনিও বিদ্যুতায়িত হন। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর কৃষক মাসুদকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের আত্মীয় মিলি খাতুন বলেন, ‘আমার চাচা মাসুদ মাঠে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় দূর সম্পর্কের চাচাতো ভাই সোহান তাঁকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। অন্যজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতায়িত হয়ে এক ছাত্র মারা গেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে ইঁদুর মারার জন্য ধানখেতে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. সোহান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের কৃষক আনিসুর রহমানের ধানখেতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক নিহত হয়েছেন।
নিহত সোহান ওই গ্রামের ফজলু শেখের ছেলে এবং কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত কৃষক মাসুদ আলী (৩৫) একই গ্রামের হায়াত আলীর ছেলে। তাঁরা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য তাঁর নিজ ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তার দিয়ে রেখেছিল। গতকাল সন্ধ্যায় ওই জমির আইল দিয়ে কৃষক মাসুদ আলী তাঁর জমিতে সার ছিটাতে যান। অন্যদিকে, ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিলেন কলেজছাত্র সোহান। এ সময় বিদ্যুতায়িত হন কৃষক মাসুদ। তাঁকে দেখে সোহান বাঁচাতে যান এবং তিনিও বিদ্যুতায়িত হন। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর কৃষক মাসুদকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের আত্মীয় মিলি খাতুন বলেন, ‘আমার চাচা মাসুদ মাঠে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় দূর সম্পর্কের চাচাতো ভাই সোহান তাঁকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। অন্যজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতায়িত হয়ে এক ছাত্র মারা গেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দিয়েছেন।
৩ মিনিট আগেগতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
৩৬ মিনিট আগেরাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়।
৪১ মিনিট আগেনরসিংদীর শিবপুরে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে