যশোর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এই কথা বলেন। ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জিয়া পরিষদ যশোর।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। তিনি বলেন, ‘ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। এই অবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।’
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আজকে ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের সমর্থনে গঠিত একটি সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের কাছ থেকে দেশের সব দেনাপাওনা আদায় করে নিতে পারবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইসহক। জিয়া পরিষদ যশোরের সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এই কথা বলেন। ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জিয়া পরিষদ যশোর।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। তিনি বলেন, ‘ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। এই অবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।’
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আজকে ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের সমর্থনে গঠিত একটি সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের কাছ থেকে দেশের সব দেনাপাওনা আদায় করে নিতে পারবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইসহক। জিয়া পরিষদ যশোরের সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৫ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২২ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৭ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩১ মিনিট আগে