Ajker Patrika

দর্শনায় ২ কোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

দর্শনায় ২ কোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দর্শনার হঠাৎপাড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাঁকে আটক করা হয়।

বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা। আটক কুসুম পোদ্দার টঙ্গীর টুঙ্গিভরান গ্রামের বাসিন্দা।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির বিশেষ টহল দল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত