চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দর্শনার হঠাৎপাড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাঁকে আটক করা হয়।
বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা। আটক কুসুম পোদ্দার টঙ্গীর টুঙ্গিভরান গ্রামের বাসিন্দা।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির বিশেষ টহল দল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দর্শনার হঠাৎপাড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাঁকে আটক করা হয়।
বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা। আটক কুসুম পোদ্দার টঙ্গীর টুঙ্গিভরান গ্রামের বাসিন্দা।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির বিশেষ টহল দল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ২ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগেঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে...
১৮ মিনিট আগেজানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...
২৫ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
২৮ মিনিট আগে