Ajker Patrika

বাল্যবিবাহ ঠেকাল পুলিশ, দায়িত্ব নিলেন ওসি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাল্যবিবাহ ঠেকাল পুলিশ, দায়িত্ব নিলেন ওসি

আয়োজন সম্পন্ন। অপেক্ষা ছিল শুধু বরের। বর এলেই কবুল পড়িয়ে কনেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তেই উপস্থিত হয় পুলিশ। পুলিশ আসার সংবাদ বাতাসের গতিতে পৌঁছে যায় বরের বাড়ি। তারা আর এদিক মাড়াননি। বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থী। শ্বশুরবাড়ির পরিবর্তে সেই শিক্ষার্থীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে চুয়াডাঙ্গা থানা পুলিশ।

এদিকে বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে মেয়েটির দায়িত্ব নিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন। 

আজ শনিবার দুপুরে  চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এখানে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষকসহ আমরা ঘটনাস্থলে যাই। আমরা মেয়ের অভিভাবককে বুঝিয়ে বলার পর তিনি আর্থিক অস্বচ্ছলতার কারণে মেয়ের পড়ালেখা চালানোর অক্ষমতা প্রকাশ করেন। তখন আমরা মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করি। তাৎক্ষণিকভাবেই মেয়ের দুই বছরের স্কুল ফি, পরীক্ষার ফিসহ বিদ্যালয়ের সব খরচ পরিশোধ করি। এছাড়া তার যাবতীয় শিক্ষা উপকরণেরও ব্যবস্থা করে দেওয়া হয়। পরে সেখানে থাকা সবাই মিষ্টিমুখ করেন। 

ওসি বলেন, শ্বশুরবাড়ি পাঠিয়ে এই শিক্ষার্থীর নতুন জীবন শুরু করতে চেয়েছিল পরিবার। আমরা স্কুলে পাঠিয়ে তার নতুন জীবন শুরু করলাম।

এ সময় স্থানীয় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেজাবিন, স্থানীয় ইউপি সদস্য জিন্নু মেম্বার, মানবাধিকার কর্মী মানি খন্দকার,  চুয়াডাঙ্গা সদর থানার উপ পরিদর্শক মোহাম্মদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত