Ajker Patrika

ভারতে পাচারকালে সীমান্তে স্বর্ণের বারসহ কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৪২
ভারতে পাচারকালে সীমান্তে স্বর্ণের বারসহ কারবারি আটক

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি সীমান্ত এলাকা থেকে স্বর্ণ জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক যুবকের নাম জাহাঙ্গীর হোসেন (২৮)। তিনি কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

এ বিষয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।’ 

আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত