বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ‘যাঁরা বড় বড় শিল্প-কলকারখানার মালিক তাঁরা হাজার হাজার কোটি টাকার ঋণ নেন। আবার অনেকে ঋণখেলাপিও হচ্ছেন। একজন ঋণখেলাপির টাকা দিয়ে সারা দেশের কৃষককে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু আমাদের কৃষক ঋণ পাচ্ছেন কোথায়। কৃষকদের ঋণ পাওয়ার বিষয়টি সহজ করতে প্রধানমন্ত্রী সব ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা ও বরাদ্দ দিয়েছেন। ব্যাংকগুলো এখন কৃষকদের মাত্র চার শতাংশ সুদে ঋণ দিচ্ছে।’
আজ বুধবার বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা ও কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মানস কুমার পালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক অমর কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল প্রমুখ।
মেলায় বাগেরহাট সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অগ্রণী ব্যাংকসহ ২২টি ব্যাংক অংশ নেয়। এ ছাড়া মেলায় কৃষি, মৎস্য, পোল্টি খামার, গবাদিপশু লালন-পালনসহ বিভিন্ন ক্ষেত্রে ৪ থেকে ৯ শতাংশ পর্যন্ত সহজ শর্তে এক দিনের মধ্যে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। প্রথম দিনে ১৭১ জন কৃষি উদ্যোক্তাকে ৬ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
ভোগান্তি ছাড়া ঋণ পেয়ে সন্তোষ প্রকাশ করে আবুল হোসেন নামের এক কৃষি উদ্যোক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ঋণ নিতে গেলে ব্যাংকের নানা প্রকার হয়রানির শিকার হতে হয়। কাগজপত্র জোগাড় করতেই অনেক বেগ পেতে হয়। কিন্তু চার শতাংশ সুদে কৃষি ঋণ নিলাম কোনো হয়রানি ও জামানত ছাড়াই।’ এই ধরনের ঋণসুবিধা চালু থাকলে কৃষকদের আর্থিক উন্নতি হবে বলে দাবি করেন এই কৃষক।
জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সদস্যসচিব অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মানস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা যাতে ভোগান্তি ছাড়া ঋণ পেতে পারেন এ জন্য আমাদের এই আয়োজন। এই মেলার মাধ্যমে আমরা প্রতিটি কৃষক ও সাধারণ মানুষকে জানাতে চাই, নিয়ম মেনে চললে ঋণ পেতে কোনো ভোগান্তি হবে না। আশা করি এই দুই দিনে উল্লেখযোগ্যসংখ্যক কৃষি উদ্যোক্তাকে ঋণ বিতরণ করতে পারব।’
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ‘যাঁরা বড় বড় শিল্প-কলকারখানার মালিক তাঁরা হাজার হাজার কোটি টাকার ঋণ নেন। আবার অনেকে ঋণখেলাপিও হচ্ছেন। একজন ঋণখেলাপির টাকা দিয়ে সারা দেশের কৃষককে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু আমাদের কৃষক ঋণ পাচ্ছেন কোথায়। কৃষকদের ঋণ পাওয়ার বিষয়টি সহজ করতে প্রধানমন্ত্রী সব ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা ও বরাদ্দ দিয়েছেন। ব্যাংকগুলো এখন কৃষকদের মাত্র চার শতাংশ সুদে ঋণ দিচ্ছে।’
আজ বুধবার বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা ও কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মানস কুমার পালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক অমর কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল প্রমুখ।
মেলায় বাগেরহাট সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অগ্রণী ব্যাংকসহ ২২টি ব্যাংক অংশ নেয়। এ ছাড়া মেলায় কৃষি, মৎস্য, পোল্টি খামার, গবাদিপশু লালন-পালনসহ বিভিন্ন ক্ষেত্রে ৪ থেকে ৯ শতাংশ পর্যন্ত সহজ শর্তে এক দিনের মধ্যে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। প্রথম দিনে ১৭১ জন কৃষি উদ্যোক্তাকে ৬ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
ভোগান্তি ছাড়া ঋণ পেয়ে সন্তোষ প্রকাশ করে আবুল হোসেন নামের এক কৃষি উদ্যোক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ঋণ নিতে গেলে ব্যাংকের নানা প্রকার হয়রানির শিকার হতে হয়। কাগজপত্র জোগাড় করতেই অনেক বেগ পেতে হয়। কিন্তু চার শতাংশ সুদে কৃষি ঋণ নিলাম কোনো হয়রানি ও জামানত ছাড়াই।’ এই ধরনের ঋণসুবিধা চালু থাকলে কৃষকদের আর্থিক উন্নতি হবে বলে দাবি করেন এই কৃষক।
জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সদস্যসচিব অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মানস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা যাতে ভোগান্তি ছাড়া ঋণ পেতে পারেন এ জন্য আমাদের এই আয়োজন। এই মেলার মাধ্যমে আমরা প্রতিটি কৃষক ও সাধারণ মানুষকে জানাতে চাই, নিয়ম মেনে চললে ঋণ পেতে কোনো ভোগান্তি হবে না। আশা করি এই দুই দিনে উল্লেখযোগ্যসংখ্যক কৃষি উদ্যোক্তাকে ঋণ বিতরণ করতে পারব।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে