Ajker Patrika

খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু

প্রতিনিধি
খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু

খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার।

করোনায় মৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাটের মর্জিনা খাতুন (৫৫), মোরেলগঞ্জের চিংড়িখালি এলাকার ফারুক তালুকদার (৫৫), মোংলার মারুফা বেগম (৪০), খুলনার তেরখাদার জুলেখা বেগম (৬৫), রামপালের শেখ মোকছেদ আলী (৭০)। এ ছাড়া ইয়েলো জোনে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে।

ডাঃ সুহাস রঞ্জন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত এবং ৪ জনের শরীরে করোনার উপসর্গ ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। আজ সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়েলো জোনে ২১ জন, এইচডিইউ'তে ২৮ জন এবং আইসিইউতে ২০ জন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৩১ জন, যশোরে ৫ জন, সাতক্ষীরায় ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইলের ৪ জন রয়েছে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত