প্রতিনিধি
খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার।
করোনায় মৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাটের মর্জিনা খাতুন (৫৫), মোরেলগঞ্জের চিংড়িখালি এলাকার ফারুক তালুকদার (৫৫), মোংলার মারুফা বেগম (৪০), খুলনার তেরখাদার জুলেখা বেগম (৬৫), রামপালের শেখ মোকছেদ আলী (৭০)। এ ছাড়া ইয়েলো জোনে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে।
ডাঃ সুহাস রঞ্জন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত এবং ৪ জনের শরীরে করোনার উপসর্গ ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। আজ সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়েলো জোনে ২১ জন, এইচডিইউ'তে ২৮ জন এবং আইসিইউতে ২০ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৩১ জন, যশোরে ৫ জন, সাতক্ষীরায় ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইলের ৪ জন রয়েছে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।
খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার।
করোনায় মৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাটের মর্জিনা খাতুন (৫৫), মোরেলগঞ্জের চিংড়িখালি এলাকার ফারুক তালুকদার (৫৫), মোংলার মারুফা বেগম (৪০), খুলনার তেরখাদার জুলেখা বেগম (৬৫), রামপালের শেখ মোকছেদ আলী (৭০)। এ ছাড়া ইয়েলো জোনে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে।
ডাঃ সুহাস রঞ্জন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত এবং ৪ জনের শরীরে করোনার উপসর্গ ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। আজ সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়েলো জোনে ২১ জন, এইচডিইউ'তে ২৮ জন এবং আইসিইউতে ২০ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৩১ জন, যশোরে ৫ জন, সাতক্ষীরায় ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইলের ৪ জন রয়েছে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।
দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছেই। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যেসব মহাসড়কে সার্ভিস লেন আছে, সেগুলোও কিছুদূর পরপর মহাসড়কে মিশেছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় ৯ জনের বিরুদ্ধে ৫৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে ৯টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওনহাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২ ঘণ্টা আগে