প্রতিনিধি
কেশবপুর (যশোর): কেশবপুরের মজিদপুর-দাসপাড়া সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে বর্ষা মৌসুমে হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানা গেছে, কেশবপুর শহর থেকে দেড় কিলোমিটার দূরে মজিদপুর দাসপাড়া অবস্থিত। ওই পাড়ায় দেড় শ পরিবার বসবাস করেন। অধিকাংশ লোকজন পেশায় ভ্যান চালক ও দিনমজুর। সেখানকার লোকজনদের জন্য একটি মাত্র সড়ক এটি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ২০০১ সালে কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক রাস্তাটি ইটের সোলিংকরণ করেন। এরপর দীর্ঘ ২০ বছরে আর সংস্কার করা হয়নি। ওই মহল্লার লোকজন সড়ক দিয়ে ভারী যানবাহনে নির্মাণ সামগ্রী বহন করার কারণে সড়কটি দেবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক সংস্কারের জন্য উঁচু করায় বর্তমানে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দাসপাড়া ভ্যানচালক অমল দাস জানান, ইটের সোলিংয়ের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে পাড়ার ভ্যানচালকসহ এলাকার মানুষকে প্রতিদিন খানাখন্দ ও হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুরের মধু সড়কে উঠতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তাঁর অজানা নয়। সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেটির ব্যবস্থা নেবেন তিনি।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, সড়কটি পুনঃসংস্কারের জন্য ওই পাড়ার লোকজন আমার কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমার পরিষদে কোন বাজেট নেই। তবে এলাকার ইউপি সদস্য উদ্যোগ নিলে আমি সড়ক সংস্কারে সহযোগিতা করব।
কেশবপুর (যশোর): কেশবপুরের মজিদপুর-দাসপাড়া সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে বর্ষা মৌসুমে হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানা গেছে, কেশবপুর শহর থেকে দেড় কিলোমিটার দূরে মজিদপুর দাসপাড়া অবস্থিত। ওই পাড়ায় দেড় শ পরিবার বসবাস করেন। অধিকাংশ লোকজন পেশায় ভ্যান চালক ও দিনমজুর। সেখানকার লোকজনদের জন্য একটি মাত্র সড়ক এটি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ২০০১ সালে কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক রাস্তাটি ইটের সোলিংকরণ করেন। এরপর দীর্ঘ ২০ বছরে আর সংস্কার করা হয়নি। ওই মহল্লার লোকজন সড়ক দিয়ে ভারী যানবাহনে নির্মাণ সামগ্রী বহন করার কারণে সড়কটি দেবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক সংস্কারের জন্য উঁচু করায় বর্তমানে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দাসপাড়া ভ্যানচালক অমল দাস জানান, ইটের সোলিংয়ের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে পাড়ার ভ্যানচালকসহ এলাকার মানুষকে প্রতিদিন খানাখন্দ ও হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুরের মধু সড়কে উঠতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তাঁর অজানা নয়। সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেটির ব্যবস্থা নেবেন তিনি।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, সড়কটি পুনঃসংস্কারের জন্য ওই পাড়ার লোকজন আমার কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমার পরিষদে কোন বাজেট নেই। তবে এলাকার ইউপি সদস্য উদ্যোগ নিলে আমি সড়ক সংস্কারে সহযোগিতা করব।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে