Ajker Patrika

বাড়ি থেকে তুলে নিয়ে ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
বাড়ি থেকে তুলে নিয়ে ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মসজিদপাড়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে দুপুরের দিকে আট থেকে দশজন যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 

নিহতের নাম আকরাম শাহ। তিনি উপজেলার মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আট থেকে দশজন যুবক দুপুরের দিকে আকরামকে (২১) বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 

এরপর তারা তাকে হেদায়েত আলীর আম বাগানের একটি গাছের সঙ্গে বেঁধে তারা দুই ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বেলা ৪টার দিকে আকরাম শাহকে তার আত্মীয়র হাতে তুলে দেয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে আকরামের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা পলিয়ে যায়। 

নিহত যুবকের চাচা বিশারত আলি শাহ্ বলেন, ‘মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার একটি চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।’ 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত