Ajker Patrika

রামপালে তক্ষকসহ আটক ৪ জনের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৮: ১৬
রামপালে তক্ষকসহ আটক ৪ জনের কারাদণ্ড

বাগেরহাটের রামপালে তক্ষকসহ আটক চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। 

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ ওই চারজনকে আটক করে পুলিশ। 

 দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের ছেলে মো. সাগর (২৫), দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়েছে। পরবর্তী সময় প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত