বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচার হওয়া বাংলাদেশি নয় নারীকে ছয় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-খুলনার আঁখি খাতুন (২৪), যশোরের প্রিয়া দাস (২৫), নড়াইলের রিয়া বিশ্বাস (২৪), নড়াইল সদরের শান্তি রানী (৩০), পটুয়াখালীর বৃষ্টি সাহা (২০), ঢাকার সনিয়া শেখ (২৫), যশোরের মনিরামপুর উপজেলার কিয়া শেখ (২৭), যশোরের অভয়নগর উপজেলার বিথি খাতুন (২৮) ও সাতক্ষীরার বানু খাতুন (২৬)।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ওই নারীরা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় প্রজ্বালা শেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ ছয় বছর পর দু’দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরেছে।
রোকেয়া খাতুন আরও জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারেন এবং আইনি সহায়তা চায় তাহলে দেওয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে পাচার হওয়া নারীদের ইমিগ্রেশন শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তিনজনকে গ্রহণ করেছে।
ভারতে পাচার হওয়া বাংলাদেশি নয় নারীকে ছয় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-খুলনার আঁখি খাতুন (২৪), যশোরের প্রিয়া দাস (২৫), নড়াইলের রিয়া বিশ্বাস (২৪), নড়াইল সদরের শান্তি রানী (৩০), পটুয়াখালীর বৃষ্টি সাহা (২০), ঢাকার সনিয়া শেখ (২৫), যশোরের মনিরামপুর উপজেলার কিয়া শেখ (২৭), যশোরের অভয়নগর উপজেলার বিথি খাতুন (২৮) ও সাতক্ষীরার বানু খাতুন (২৬)।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ওই নারীরা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় প্রজ্বালা শেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ ছয় বছর পর দু’দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরেছে।
রোকেয়া খাতুন আরও জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারেন এবং আইনি সহায়তা চায় তাহলে দেওয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে পাচার হওয়া নারীদের ইমিগ্রেশন শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তিনজনকে গ্রহণ করেছে।
দুর্গাপুরের নান্দিগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর গরু। এ ছাড়া বাছুরটির মুখ দুটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। আজ রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি জন্ম দেয় এমন বাছুর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বাড়িতে বাছুরটিক
২ মিনিট আগেগোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদ ওই গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার একটি ভুট্টাখেতে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
২৮ মিনিট আগে