Ajker Patrika

বেনাপোলে পৌঁছেছে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারী 

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে পৌঁছেছে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারী 

ভারতে পাচার হওয়া বাংলাদেশি নয় নারীকে ছয় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-খুলনার আঁখি খাতুন (২৪), যশোরের প্রিয়া দাস (২৫), নড়াইলের রিয়া বিশ্বাস (২৪), নড়াইল সদরের শান্তি রানী (৩০), পটুয়াখালীর বৃষ্টি সাহা (২০), ঢাকার সনিয়া শেখ (২৫), যশোরের মনিরামপুর উপজেলার কিয়া শেখ (২৭), যশোরের অভয়নগর উপজেলার বিথি খাতুন (২৮) ও সাতক্ষীরার বানু খাতুন (২৬)। 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ওই নারীরা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় প্রজ্বালা শেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ ছয় বছর পর দু’দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরেছে। 

রোকেয়া খাতুন আরও জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারেন এবং আইনি সহায়তা চায় তাহলে দেওয়া হবে। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে পাচার হওয়া নারীদের ইমিগ্রেশন শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তিনজনকে গ্রহণ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত