অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে একটি কারখানার পুরোনো ভবনের ছাদ ভেঙে পড়লে বিল্লাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় জে জে আই জুট মিলে এই ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন খুলনার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে। পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভেতরে স্টাফ কোয়ার্টারের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। আজ রোববার সকালে কাজ করার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের অংশ ভেঙে পড়ে।
এলাকাবাসী জানায়, মিলের ভেতরে পুরোনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙে শ্রমিক বিল্লাল হোসেনের গায়ে পড়ে। তাতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরোনো ভবনের কাজ করছিলামা। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি বিল্লাল ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লালকে উদ্ধার করি। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। শুনেছি, খুলনা যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিকভাবে খবরটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। এখন কী অবস্থা, আমাকে জানানো হয়নি। বিষয়টা খতিয়ে দেখব।’
যশোরে একটি কারখানার পুরোনো ভবনের ছাদ ভেঙে পড়লে বিল্লাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় জে জে আই জুট মিলে এই ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন খুলনার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে। পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভেতরে স্টাফ কোয়ার্টারের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। আজ রোববার সকালে কাজ করার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের অংশ ভেঙে পড়ে।
এলাকাবাসী জানায়, মিলের ভেতরে পুরোনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙে শ্রমিক বিল্লাল হোসেনের গায়ে পড়ে। তাতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরোনো ভবনের কাজ করছিলামা। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি বিল্লাল ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লালকে উদ্ধার করি। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। শুনেছি, খুলনা যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিকভাবে খবরটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। এখন কী অবস্থা, আমাকে জানানো হয়নি। বিষয়টা খতিয়ে দেখব।’
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
৩ মিনিট আগেমোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩৬ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগে