Ajker Patrika

১১ বিশেষ ট্রেন ও ৬৫০ বাসে খুলনায় শেখ হাসিনার সমাবেশে যাবেন যশোরের নেতা-কর্মীরা

যশোর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০: ৪১
১১ বিশেষ ট্রেন ও ৬৫০ বাসে খুলনায় শেখ হাসিনার সমাবেশে যাবেন যশোরের নেতা-কর্মীরা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন যশোরের কয়েক হাজার নেতা-কর্মী। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে যশোরের বিভিন্ন স্টেশন থেকে ১১টি বিশেষ ট্রেন ও ৬৫০টি বাসে করে তাঁরা রওনা হন। 

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, ‘শহর থেকে শুরু করে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা খুবই উচ্ছ্বসিত। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরে উন্নয়ন অব্যাহত রাখতে ও দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।’ 

আওয়ামী লীগের এই নেতা জানান, রেলওয়ের কাছ থেকে ১১টি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ভাড়ার টিকিটে ট্রেনে যাওয়া নেতা-কর্মীদের হাতে আগেই পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বাস মালিক সমিতির মাধ্যমে ৬৫০টি বাস ভাড়া করা হয়েছে। তিনি জানান, তাঁরা যশোর থেকে ১ লাখ ১০ হাজার মানুষ জমায়েত করার টার্গেট করেছেন। 

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১১টি ট্রেনের মধ্যে যশোর রেলস্টেশন থেকে ছয়টি, অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন থেকে দুটি, ঝিকরগাছার নাভারন ও বেনাপোল রেলস্টেশন থেকে দুটি করে ট্রেন খুলনার উদ্দেশে ছেড়েছে। এ ছাড়া আটটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬৫০টি বাস নেতা-কর্মীদের নিয়ে খুলনায় যায়। 

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু বলেন, ‘খুলনার জনসভায় যশোরের নেতা-কর্মীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডাক বাংলো এলাকার মধ্যে অবস্থান নেবেন। এর বাইরে তাঁরা যাবেন না। প্রতিটি জেলার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। জনসভায় যোগ দেওয়া নেতা-কর্মীদের জন্য দলের পক্ষ থেকে সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।’ 

যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার আয়নাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সমাবেশে যেতে নেতা-কর্মীরা যশোর জেলার অভয়নগর, সদর, ঝিকরগাছা ও বেনাপোল স্টেশন থেকে ৮টি এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে তিনটি সর্বমোট ১১টি ট্রেন ভাড়া নিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। নির্দিষ্ট যাত্রী নিয়ে এসব ট্রেন আপ-ডাউন করবে।’ 

আয়নাল হোসেন আরও বলেন, ‘যশোর খুলনা রুটের নিয়মিত ৬টি ট্রেন এবং সোমবারে চিত্রা ও সুন্দরবন নামে দুটি ট্রেন বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় ৮টি ট্রেন যশোর থেকে খুলনায় যাবে। এ ছাড়া বিভিন্ন ট্রেনের বিভিন্ন বগি নিয়ে তিনটি ট্রেন বানানো হয়েছে। সেগুলোর নামে দেওয়া হয়েছে যশোর এক্সপ্রেস। ফলে অন্য জেলায় যাতায়াতকারী বা এই রুটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত