Ajker Patrika

খুলনায় বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৯: ৩৫
খুলনায় বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। বিএনপির খুলনা মহানগরের সদস্যসচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখসহ আট শতাধিক অজ্ঞাতনামা আসামি করে খুলনা থানায় মামলা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি অফিসের নিচে কেডি ঘোষ রোড পিকচার প্যালেস মোড় এলাকায় যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপর হামলা হয় বলে দাবি করেছেন খুলনা থানার ওসি হাসান আল মামুন। পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২৭ রাউন্ড শটগানের গুলি, ৪০ রাউন্ড গ্যাস গান ফায়ার করে। রাতেই এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে খুলনা মহানগর সদস্যসচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে মামলা করেন। 

বিএনপির কার্যালয় এবং আশপাশের এলাকা থেকে শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা, নগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজাসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনার প্রতিবাদে এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি প্রেস বিফ্রিং করেছে। প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ঘটনার নিন্দা এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। প্রতিবাদে সাংগঠনিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত