খুলনা প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে