খুলনা প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৪ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে