Ajker Patrika

খুলনায় সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি
খুলনায় সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ

খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া শিববাড়ী মোড়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে বৈকালীতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন। রাত থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়।

আয়োজকেরা বলছেন, দূর–দুরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার থেকেই খুলনা শহরে এসে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।

এদিকে, খুলনা শহরে বিভিন্ন প্রবেশমুখে বেশ কয়েকটি পয়েন্টে আগে থেকেই অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তাঁরা। যারাই খুলনায় প্রবেশ করছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাচ্ছে না সাংবাদিকেরাও। তাঁদের বহনকারী গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত