Ajker Patrika

মাগুরার ভোটার হয়ে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০: ৫২
মাগুরার ভোটার হয়ে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান মাগুরা-১ আসনের ভোটার হন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে। আজ নিজের আসনে মাগুরা শহরের দরি মাগুরা ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

সকাল ৮টায় ভোটকেন্দ্রে পৌঁছে প্রথম ভোটটি দেন এই নামী ক্রিকেটার। ভোটার হিসেবে স্বাভাবিকভাবেই এটি মাগুরায় প্রথম ভোট সাকিবের। 

ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি আশাবাদী। মানুষ আমাকে পছন্দ করে, তাই বেশি ভোট পাব বলে আমি মনে করি। সারা দিন মানুষ ভোট দিতে আসবে, এটাই আমার প্রত্যাশা।’ নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।

সাকিব আল হাসান ভোট দেওয়ার সময় সঙ্গে ছিলেন তাঁর বাবা মাশরুল রেজা কুটিলসহ পরিবারের লোকজন। একে একে তাঁরাও ভোট দেন। তবে এই কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত সাকিব ও তাঁর পরিবারের সদস্য ছাড়া আর কোনো ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়নি। 

কেন্দ্রে থাকা প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, ‘প্রার্থী ভোট দিয়েছেন। শীতের সকাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করছি।’

উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৭৫ জন। মোট ভোটকেন্দ্র ১৫২টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত