Ajker Patrika

অভয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১: ৪৭
অভয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোপাল চন্দ্র ভক্ত (৪৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা বিষয়টি নিশ্চিত করেন। 

গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বানিরগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় কর্মরত বেসরকারি সংস্থা ‘আশা’র কর্মকর্তা গোপাল চন্দ্র ভক্ত অফিস শেষ করে মোটরসাইকেলে নওয়াপাড়ায় নিজের ভাড়া বাড়িতে ফিরছিলেন। নওয়াপাড়া মহাশ্মশানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এ সময় মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আশার রিজওনাল ম্যানেজার প্রশান্ত চাকী বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে গোপাল চন্দ্র ভক্ত চেঙ্গুটিয়া অফিসে আসেন। সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়া পালপাড়া ভাড়াটিয়া বাড়িতে রওনা হন। পরে মহাশ্মশানের সামনে পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে যায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত