গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ বিষয়ে আজকের পত্রিকাসহ কয়েকটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে গাংনী উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয়। বিশেষ করে ভবানীপুর এলাকার সড়ক ভেঙে বড় গর্ত তৈরি হয়েছিল। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘সংবাদ প্রকাশের পরই কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছে। সাংবাদিকদের ধন্যবাদ জানাই, তাঁদের কারণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।’
স্থানীয় অটোচালক আনছার আলী বলেন, ‘ভাঙা রাস্তায় চলাচল খুব ভয়ংকর, বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এখন কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করায় আমরা স্বস্তিতে আছি।’
একই কথা বলেন ট্রাকচালক আজিম উদ্দিন। তাঁর ভাষায়, ‘ভাঙা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে, এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’
গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছি। সংবাদমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’
মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ বিষয়ে আজকের পত্রিকাসহ কয়েকটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে গাংনী উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয়। বিশেষ করে ভবানীপুর এলাকার সড়ক ভেঙে বড় গর্ত তৈরি হয়েছিল। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘সংবাদ প্রকাশের পরই কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছে। সাংবাদিকদের ধন্যবাদ জানাই, তাঁদের কারণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।’
স্থানীয় অটোচালক আনছার আলী বলেন, ‘ভাঙা রাস্তায় চলাচল খুব ভয়ংকর, বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এখন কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করায় আমরা স্বস্তিতে আছি।’
একই কথা বলেন ট্রাকচালক আজিম উদ্দিন। তাঁর ভাষায়, ‘ভাঙা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে, এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’
গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছি। সংবাদমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে