Ajker Patrika

করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

প্রতিনিধি, খুলনা
করোনায় খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগের ৫৯ হাজার ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

মৃতদের মধ্যে রয়েছেন-খুলনার ১১ জন, যশোরের ৮ জন, কুষ্টিয়ার ৫ জন, ঝিনাইদহের ৩ জন, চুয়াডাঙ্গার ২ জন, নড়াইলের ২ জন ও মেহেরপুরে ১ জন। 

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ৭ জন রয়েছেন। একই সময়ে ১৮০টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪১ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩৭ জন। মোট মারা গেছেন ২৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪৮ জন।

একই সঙ্গে বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৯ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬২২ জন। যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫০ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪০ জনের। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৪২ জন। মোট মারা গেছেন ৫০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫ জন।

এ ছাড়া মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৯০ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৯১ জন। মোট মারা গেছেন ১০০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৮১ জন। মোট মারা গেছেন ২৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৪০ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন। মোট মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৬ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৭ জন।

এদিকে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে খুলনার রাজপথে রয়েছে প্রশাসন। আজ সকাল থেকে জেলায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি ভ্রাম্যমাণ আদালত, ১ ব্যাটালিয়ন সেনবাহিনী, ২ প্লাটুন বিজিবি, র‍্যাব এবং পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত