বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ১১টি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভান্ডার, বিপ্লব মিষ্টান্ন ভান্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।
এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড আলী হাসান বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে, হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কীকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।
এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কণ্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান বলেন, অভিযানে দেখা গেছে মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কণ্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু চন্দ্র উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ১১টি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভান্ডার, বিপ্লব মিষ্টান্ন ভান্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।
এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড আলী হাসান বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে, হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কীকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।
এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কণ্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান বলেন, অভিযানে দেখা গেছে মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কণ্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু চন্দ্র উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে