খুলনা প্রতিনিধি
কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার তিনটি পয়েন্ট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।
এদিন সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিববাড়ী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ী থেকে সোনাডাঙ্গা, ময়লাপোঁতা, রূপসা সড়ক অবরোধ করেন নর্দার্ন ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আজকের আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, বিএল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ করা গেছে। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই,’ ‘আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ নানা স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোলনে অংশগ্রহণকারী খুবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এত দিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাঁদের কাছে আমাদের দাবি, তাঁরাই যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী।’
অন্যদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেখানে ছেলেদের বিকেল ৫টার মধ্যে এবং মেয়েদের আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে।
কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার তিনটি পয়েন্ট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।
এদিন সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিববাড়ী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ী থেকে সোনাডাঙ্গা, ময়লাপোঁতা, রূপসা সড়ক অবরোধ করেন নর্দার্ন ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আজকের আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, বিএল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ করা গেছে। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই,’ ‘আমার সোনার বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’সহ নানা স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোলনে অংশগ্রহণকারী খুবির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এত দিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাঁদের কাছে আমাদের দাবি, তাঁরাই যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী।’
অন্যদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেখানে ছেলেদের বিকেল ৫টার মধ্যে এবং মেয়েদের আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে