Ajker Patrika

এই সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই: দুদু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০: ৩৬
এই সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই: দুদু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এই সরকারের পাশে এখন কেউ নেই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের পর এখন ভারত পর্যন্ত বলছে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায়। দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।’ 

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের সামনে মহানগর ও জেলা বিএনপি অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। আর খাবারের দামের যখন কথা ওঠে, তখন বলেন, সব দেশে দাম বাড়ছে। এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার। সেই নেতৃত্ব নির্বাচন করবে এ দেশের জনগণ, একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে।’ 

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলে একটা কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে এই পরিস্থিতির তৈরি হতে পারে। মানুষ তার নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আওয়ামী লীগ সভানেত্রী যদি খেলার রেফারি হন, তাহলে ওরকম খেলা পক্ষপাতদুষ্ট হবে।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত