Ajker Patrika

ইবিতে নিজ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি 

ইবি প্রতিনিধি
ইবিতে নিজ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সভা শেষে এ কথা জানানো হয়।

জানা যায়, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি ও দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভর্তির পক্ষে দাবি করেন। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত দুটি হলো-নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়া ও আগামী ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিল ডেকে নতুন বর্ষের ভর্তির কার্যক্রম শুরু করতে হবে।

আরও জানা যায়, দাবি দুটি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ১১ মার্চ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে চিঠি দেওয়া হবে। চিঠি পাওয়ার পরেও যদি আগামী ২১ মার্চের মধ্যে ভর্তির কার্যক্রম শুরু না করে, তাহলে পরবর্তী করণীয় নির্ধারণের ক্ষমতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটিকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘গুচ্ছ প্রক্রিয়ায় যে আশা নিয়ে শুরু হয়েছিল তার প্রতিফলন ঘটেনি। তাই আমরা এ পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, এর আগেও শিক্ষক সমিতি গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের চাপে এ দাবি থেকে সরে দাঁড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত