বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।
বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগে