Ajker Patrika

বেনাপোলে ব্লেন্ডার মেশিনে লুকানো ৯০ হাজার ডলারসহ যাত্রী আটক 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৬: ১০
বেনাপোলে ব্লেন্ডার মেশিনে লুকানো ৯০ হাজার ডলারসহ যাত্রী আটক 

যশোরের বেনাপোল সীমান্তে ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ডলার, ভারতীয় রুপি ও টাকাসহ মানিক মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান বাংলাদেশে পাচার হবে—এমন খবরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল আইসিপি স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। এমন সময় ভারত থেকে আগত সন্দেহভাজন পাসপোর্টধারী যাত্রীকে ধরা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯০ হাজার ইউএস ডলাল, ভারতীয় ১ হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকাসহ তাঁকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, বাংলাদেশি অর্থে ডলারের বর্তমান মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা। জব্দ করা ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ৮২ টাকা।

 ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল আহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে থাকা ইউএস ডলার অবৈধভাবে হুন্ডি বা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বহন করছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত