Ajker Patrika

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে গোলাম রসুল (৭৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রসুল উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বল্লা হলেও পৌরসভার বোটঘাট এলাকায় বসবাস করছিলেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের সামনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন গোলাম রসুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ছেলে ফিরোজ কবির বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাবা গ্রামের বাড়িতে ছিলেন। আজ সকালে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শুনি বাবা ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’ 

এর আগে গত মঙ্গলবার সকালে গদখালীর সৈয়দপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত হন ইউপি চেয়ারম্যান শাহাজান আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত