Ajker Patrika

পাটখেতে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ২ 

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১: ৪৮
পাটখেতে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ২ 

যশোরের মনিরামপুরের এক ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।

যুবলীগের নেতার নাম ইমরান খান পান্না (৪২)। তিনি মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। ইমরান খান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এদিকে আটক দুজন হলেন একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন।

ইমরান খানের বড় ভাই ফিরোজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তাঁর গাড়ি আটকায়। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে।’

ফিরোজ খান আরও বলেন, ‘হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। সেই সূত্র ধরে পান্নার ওপর হামলা হয়েছে।’

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত