Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: রাষ্ট্রদূত তুরান

যশোর প্রতিনিধি
বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: রাষ্ট্রদূত তুরান

‘বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। আমরা এ ধারাকে শুধু অব্যাহতই রাখতে চাই না, বরং একে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’- বালাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই মুস্তাফা ওসমান তুরান এসব কথা বলেন। 

আজ বোরবার বেলা ১১টার দিকে যশোর সদর হাসপাতালে ভেন্টিলেটর সিস্টেম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে যশোর সদর হাসপাতালে করোনা চিকিৎসায় ৭০ লাখ টাকা মূল্যের ২টি ভেন্টিলেটর সিস্টেম তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।

রাষ্ট্রদূত এইচ ই মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ ও এর জনগণ তুরস্কের ভালো বন্ধু। তুরস্ক সরকার এবং জনগণও বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখে। 

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে ৮টি ভেন্টিলেটর থাকলেও ৬টিতে ভালো কাজ হচ্ছিল না। এই মুহুর্তে ভেন্টিলেটর দুটি পাওয়াতে আইসিইউ সেবা নিশ্চিত হবে।

জাহেদী ফাউন্ডেশনের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী জানান, ভেন্টিলেটর দুটি উন্নতমানের এবং এটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহেই ভেন্টিলেশন সিস্টেম দুটি স্থাপন করা হবে হাসপাতালে।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত