Ajker Patrika

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫: ৫৬
ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাছচাষি শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিম।

আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিল ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। ওই সময় পূর্বশত্রুতার জেরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাঁকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

শরিফুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পর দিন ৮ সেপ্টেম্বর তিনি মারা যায়। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত