Ajker Patrika

সংসারের অভাব দূর করতে যান সৌদি আরবে, পাথরচাপায় তরুণের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২১: ৩৬
সংসারের অভাব দূর করতে যান সৌদি আরবে, পাথরচাপায় তরুণের মৃত্যু

সংসারের অভাব দূর করতে কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন সাতক্ষীরার তরুণ মো. আবু মুসা (২১)। কিন্তু সেখানে গিয়ে লাশ হলেন তিনি। গতকাল রোববার পাহাড়ে কাজ করার সময় পাথরচাপায় মারা যান তিনি। 

আবু মুসা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে। গতকাল সৌদি আরব থেকে মুসার সহকর্মীরা মোবাইল ফোনে পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

আবু মুসার ভাই আবু ঈসা জানান, প্রায় দুই মাস আগে সৌদি আরবে একটি কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতে যান মুসা। গতকাল ওই দেশের নাজরান এলাকায় পাহাড়ে এক্সকাভেটর দিয়ে পাথর ভাঙছিলেন তিনি। এ সময় পাথরের স্তূপ ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এক্সকাভেটর থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মুসা। খবর পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাথর সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। 

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন সৌদি আরবে আবু মুসার মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মুসা এক্সকাভেটরের চালক হিসেবে শ্যামনগরে অনেক দিন কাজ করেছেন। সম্প্রতি একটি কোম্পানির অধীনে চুক্তিতে তিনি সৌদি আরবে এক্সকাভেটরচালক হিসেবে কাজ করতে যান।’ তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত