Ajker Patrika

যশোরে সন্ত্রাসী হামলায় পৌর কাউন্সিলর আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে সন্ত্রাসী হামলায় পৌর কাউন্সিলর আহত

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। সর্বশেষ তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার রাত আটটার পরে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রাত আটটা ৩৬ মিনিটে বাবুলকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ওই এলাকায় অবস্থান করছে।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে আলোচিত আফজাল হোসেনকে (২৮)। আফজাল বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান জানান, তাঁরা আফজাল হত্যা ও কাউন্সিলর আসাদুজ্জামান বাবুলকে হত্যাচেষ্টার বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত