Ajker Patrika

যশোরে ৩২ মামলার আসামি রমজান খুন

যশোর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০: ৩৪
যশোরে ৩২ মামলার আসামি রমজান খুন

যশোরে হত্যা, অস্ত্রসহ ৩২ মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

রমজান আলী শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকায় রমজান শেখকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

যশোর জেনারেল হাসপাতালে নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজ্জা বিভিন্ন স্থানে অপকর্ম করে আমার স্বামীর কাছে শেল্টার নিতেন। বর্তমানে পিচ্চি রাজা পুলিশের গ্রেপ্তার আতঙ্কে ছিলেন। আমার স্বামী পিচ্চি রাজাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন আশঙ্কা থেকে তাকে হত্যা করা হয়েছে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘যশোর শহরের রেলগেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে মারা যান। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রমজান আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ৩২টি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত