কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন করায় একই মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ এনে বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষককে মাদ্রাসার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, দুই দিন আগে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম মাদ্রাসার ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে গভীর রাতে তার রুমে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে তকে মেরে ফেলার হুমকি দেন সিরাজুল।
পরে শনিবার সকালে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার বাবা–মাকে জানায়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে সিরাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
ওই শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘আমরা সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা দিতে এখানে পাঠিয়েছি। কিন্তু আমার ছেলের সঙ্গে যা ঘটেছে, এরপর আমার ছেলেকে এখানে আর রাখব না। এই ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই হয়েছে। এই ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার কথা স্বীকার করায় তার নামে নিয়মিত মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুরে ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন করায় একই মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ এনে বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষককে মাদ্রাসার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, দুই দিন আগে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম মাদ্রাসার ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে গভীর রাতে তার রুমে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে তকে মেরে ফেলার হুমকি দেন সিরাজুল।
পরে শনিবার সকালে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার বাবা–মাকে জানায়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে সিরাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
ওই শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘আমরা সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা দিতে এখানে পাঠিয়েছি। কিন্তু আমার ছেলের সঙ্গে যা ঘটেছে, এরপর আমার ছেলেকে এখানে আর রাখব না। এই ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই হয়েছে। এই ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার কথা স্বীকার করায় তার নামে নিয়মিত মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৮ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে